IQNA

জান্নাতী সুর;

ভিডিও | "আবুল মায়াতি" সুললিত কণ্ঠে তিলাওয়াত

ইকনা- মিশরীয় তেলাওয়াতকারী আহমাদ আবুল মায়াতির সুললতি কণ্ঠে সূরা মুবারকাহ নাজিয়াত ২৬ ও ২৭ নম্বর আয়াতের তেলাওয়াত তুলে ধরা হল। 

মিশরীয় তেলাওয়াতকারী আহমাদ আবুল মায়াতির সুললতি কণ্ঠে সূরা মুবারকাহ নাজিয়াত ২৬ ও ২৭ নম্বর আয়াতের তেলাওয়াত তুলে ধরা হল। 

إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَى ﴿۲۶﴾

অবশ্যই এতে তার জন্য শিক্ষা রয়েছে যে ভয় করে। 

أَأَنْتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ بَنَاهَا ﴿۲۷﴾

তোমাদের সৃষ্টি কঠিনতর, না আকাশের যা তিনি নির্মাণ করেছেন? 

captcha